Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কুটি ইউনিয়নের ইতিহাস

৮নং কুটি ইউনিয়ন পরিষদ

কুটি, কসবা, ব্রাহ্মণবাড়িয়া

 

ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলাস্ত ৮নং কুট ইউনিয়ন পরিষদটি কুমিল্লা-সিলেট মহাসড়কের কুটি চৌমূহনীর অনতিদুরে প্রাচীন কালের ঐতিহ্যবাহী কুটি বাজারের দক্ষিণ পশ্চিম কোনে একটি মনোরম পরিবেশে জনবহুল এলাকায় অবস্থিত। অত্র ইউনিয়নটি ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা জেলার সংযোগ স্থলে অবস্থিত যাহা দুই জেলাকে বিভক্ত করে। এক কালে কুটি বাজারে কুটি কুটি টাকার পাট কেনা বেচা হত বলে এই ইউনিয়নটির নাম কুটি নামকরন করা হয় বলে প্রতিয়মান হয়। শিক্ষা সাহিত্য সংস্কৃতি আর ব্যবসা বানিজ্যে পরিপূর্ন এই ইউনিয়নটি। হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে এক সোহার্ধ পূর্ন মনোভাবের এক মিলন মেলার বহি প্রকাশ। ইউনিয়নটির উত্তরে মেহারী ইউনিয়ন, দক্ষিণে ব্রাহ্মণপাড়া উপজেলা, পশ্চিমে মুরাদনগর উপজেলা, পূর্বে কসবা পশ্চিম ইউনিয়ন ও কসবা পৌরসভা। অত্র ইউনিয়নে নৌ ও স্থল পথে যাতায়ত অত্যন্ত সুবিধাজনক।